গোপনীয় বা ব্যক্তিগত কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়া হলে করণীয়
কারো কোন গোপনীয় বা ব্যক্তিগত কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে ছেড়ে দেয়া হলে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হবে। এক্ষেত্রে যা করণীয় ঃ
পোস্টের ডানদিকে রিপোর্ট করার অপশনে গিয়ে Find Support or Report Post এ ক্লিক করুন।
অপশনে থাকা বিভিন্ন ইস্যু যেমন ঃ Fake News, Nudity, Violence, Harassment ইত্যাদির মধ্য থেকে উপযুক্ত বিষয়টি নির্বাচন করুন।
ভুক্তভোগী নিজে কিংবা তাঁর ফেসবুক বন্ধুরা Me/ My Friend থেকে উপযুক্ত অপশনটি নির্বাচন করে মিথ্যা বা মানহানীকর পোস্টটির বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন।
সংশ্লিষ্ট পোস্টটির সম্পূর্ণ লিঙ্কসহ স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করে রাখুন যা পরবর্তিতে যেকোন আইনী পদক্ষেপ নিতে সহায়ক হবে।
গোপনীয় বা ব্যক্তিগত কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার মাধ্যমে হয়রানি কিংবা বিড়ম্বনার শিকার হলে কালক্ষেপণ না করে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন।
সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারে আপনি সরাসরি নিজে এসে অভিযোগ জানাতে পারেন। এছাড়াও নিম্নবর্ণিত যে কোন মাধ্যমে অভিযোগ পাঠাতে পারেন।
হটলাইন ঃ ০১৭৩০৩৩৬৪৩১
ইমেইল ঃ smmcpc2018@gmail.com
ফেসবুক পেইজ ঃ https://www.facebook.com/cpccidbdpolice/
নিজে সচেতন হই
অন্যকে সচেতন করি
নিরাপদ জীবন গড়ি
WEBSITE VISITOR STATS
117227 Visitors
Last Update: Oct 24, 2025, 1:57:37 AM
TODAY
Saturday 12:57:50 AM
25th of October 2025
Copyright © উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, কাহালু 2025. Designed & Developed By Momtaj Trading (Pvt.) Ltd.
